Saturday, September 14, 2024

বিনা অপরাধে খুলনায় এক মাস ধরে কারাগারে ৩ কলেজছাত্র!

- Advertisement -

ঠিকাদারি কাজ নেওয়ার জন্য চাপ প্রয়োগ কিংবা চাঁদা দাবির ঘটনা নয়, বরং খুলনার ঠিকাদার ইউসুফ আলীর মেয়ে রুকাইয়ার সাথে প্রেমের জের ধরে তাদের বাড়িতে গিয়েছিল কলেজ ছাত্র মোঃ আবু সাঈদ ও তার ৩ সহপাঠী। তারা বাড়ি থেকে বের হওয়ার সময় তাদের লক্ষ্য করে ঠিকাদার গুলি চালালে লক্ষ্যভ্রষ্ট গুলিতে এক কিশোরী আহত হয়।উল্টো ৪ কলেজ ছাত্রের বিরুদ্ধে ঠিকাদার চাঁদাবাজি মামলা করেছেন। সেই মামলায় প্রায় এক মাস ধরে কারাগারে রয়েছে ৩ কলেজ ছাত্র। বেসরকারি সংস্থা বাংলাদেশ মানবাধিকার কমিশনের তদন্তে উঠে এসেছে এমন চিত্র। রবিবার দুপুর সাড়ে ১২টায় খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের খুলনা বিভাগীয় সভাপতি অ্যাডভোকেট শেখ অলিউল ইসলাম এই তথ্য উপস্থাপন করেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারি সুন্দরবন আদর্শ কলেজের প্রাণিবিদ্যা বিভাগে অনার্স তৃতীয় বর্ষের ছাত্র মোঃ আবু সাঈদের সাথে ৩ বছর ধরে নগরীর মিস্ত্রিপাড়া এলাকার ঠিকাদার ইউসুফ আলীর মেয়ে কলেজ ছাত্রী রুকাইয়ার সাথে প্রেমের সম্পর্ক ছিল।ঠিকাদার তার মেয়েকে অন্যত্র বিয়ে দিচ্ছে এমন খবর শুনে গত ২৮ আগস্ট আবু সাঈদ ও তার ৩ সহপাঠী ঠিকাদারের বাড়িতে যায়। তারা ঠিকাদারের সাথে কথা বলার একপর্যায়ে তিনি উত্তেজিত হয়ে পড়েন। তখন তার স্ত্রী ও শ্যালক ওই ৪ জনকে দ্রুত বাড়ি থেকে চলে যাওয়ার পরামর্শ দেন। ওই ৪ জন সিড়ি দিয়ে দ্রুত নামার সময় ঠিকাদার লাইসেন্স করা পিস্তল হাতে তাদেরকে ধাওয়া করেন।এছাড়া তাদের লক্ষ্য করে ২ রাউন্ড গুলি ছোড়েন। লক্ষ্যভ্রষ্ট একটি গুলি প্রতিবেশী কিশোরী লামিয়ার পায়ে বিদ্ধ হয়। কিন্তু ঠিকাদার ইউসুফ আলী মেয়ের প্রেমের ঘটনা গোপন করে ওই ৪ ছাত্রের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করেন।মামলার এজাহারে বলা হয়, তিনি একটি ঠিকাদারি কাজ পান, সেই কাজটি বিক্রি করার জন্য তাকে চাপ দেওয়া হয়। তিনি কাজ বিক্রি করতে না চাইলে ৪ যুবক তার বাড়িতে গিয়ে তার কাছে ৫ লাখ টাকা দাবি করে। সংবাদ সম্মেলনে বলা হয়, ২৯ আগস্ট মামলা দায়েরের পর পুলিশ ওই ৪ কলেজ ছাত্রকে গ্রেফতার করে।এর মধ্যে ইসমাইল মল্লিক সম্প্রতি জামিনে মুক্ত হয়েছেন। অপর ৩ জন বিনা অপরাধে এখনও কারাগারে রয়েছে। মানবাধিকার কমিশনের তদন্ত দল ইউসুফ আলীর বাড়িতে কথা বলতে গেলেও তারা কথা বলেননি, এমনকি গেটও খোলেননি। সাঈদের সাথে রুকাইয়ার একান্ত ঘনিষ্ঠ মুহুর্তের ছবি ও ভিডিও এবং মোবাইলে ভিডিও কথোপকথনের রেকর্ড রয়েছে।সংবাদ সম্মেলনে জানানো হয়, মানবাধিকার কমিশনের তদন্ত প্রতিবেদনে চাঁদাবাজির মামলাটি সুষ্ঠুভাবে তদন্ত এবং গুলি করার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণসহ ১০ দফা সুপারিশ করা হয়েছে।

বিশেষ প্রতিনিধি, খুলনা।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত