যশোর শহরের বারান্দী মোল্যাপাড়াস্থ এলাকা থেকে স্কুল পড়ুয়া শিক্ষার্থী ফরিদা আক্তার মিম (১৩) অপহৃতাকে এক মাস পর উদ্ধার করেছে। এসময় অপহরণকারী তাহিন ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। সে সদর উপজেলার হামিদপুর সাইফুলের বাড়ির ভাড়াটিয়া দুখু মিয়ার ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালি মডেল থানার এসআই নূর ইসলাম জানান, গত ৯ জুন সকাল ৯ টায় শহরের বারান্দী মোল্যাপাড়াস্থ জনৈক জাহাঙ্গীর এর বাড়ির সামনে থেকে উক্ত তাহিন ইসলামসহ সহযোগী আসামীরা অপহরণ করে প্রাইভেট কারে তুলে নিয়ে যায়। এ ঘটনায় অপহৃতা স্কুল পডুয়া শিক্ষার্থী ফরিদা আক্তার মিমের বাবা শেখ মনির হোসেন রনি বাদি হয়ে পরের দিন ১০ জুন বিকেলে যশোর কোতয়ালি মডেল থানায় তাহিন ইসলামসহ ৩ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। উক্ত মামলায় প্রধান আসামী তাহিন ইসলামকে শুক্রবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নূর ইসলাম গ্রেফতার ও অপহৃতা ফরিদা আক্তার মিমকে হেফাজতে নেয়। শনিবার তাহিন ইসলামকে যশোর আদালতে সোপর্দ করে ৫ দিনের রিমান্ডের আবেদন জানান। অপরদিকে, ফরিদা আক্তার মিম আদালতে ২২ ধারায় জবানবন্দি প্রদান করেন।
রাতদিন সংবাদ
- Advertisement -