যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদেরর চেয়ারম্যান কাজলের মৃত্যুতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাস যশোরের বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান কাজল মার্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাস। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানাযায়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়
মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব নুমেরী জামান স্বাক্ষরিত পত্রে নির্দেশ প্রদান করা হয়েছে। পত্রে বলা হয়েছে, যশোর জেলার বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল গত ৭ সেপ্টেম্বরে মৃত্যুবরণ করায় উপজেলা পরিষদের (কার্যক্রম বাস্তবায়ন) বিধিমালা, ২০১০ এর বিধি ১৫ অনুযায়ি বর্ণিত উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান ০১ বিথীকা বিশ্বাসকে
উপজেলা পরিষদ চেয়ারম্যানের আর্থিক ক্ষমতা নির্দেশক্রমে প্রদান করা হলো। ১৫ সেপ্টেম্বর স্বাক্ষরিত এ পত্র গতকাল বৃহস্পতিবার বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ হাতে পেয়েছেন বলে সকলকে নিশ্চিত করেছেন। বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত বিথীকা বিশ্বাস চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য গত ৭ সেপ্টেম্বর হবিগঞ্জের মাধবপুরে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নাজমুল ইসলাম কাজলের মৃত্যু হয়।
বাঘারপাড়া প্রতিনিধি