স্টাফ রিপোর্টার,বাঘারপাড়া (যশোর)
বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলের
হাজার হাজার ভক্ত-অনুরাগীদের উপস্থিতিতে নামাযে জানাযা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকালে বাঘারপাড়াউপজেলা পরিষদ চত্বরে তার প্রথম নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। এরপর ভাংগুড়া কলেজ মাঠে শেষ নামাযে
জানাযা শেষে গ্রামের বাড়ি আমুড়িয়ায় পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পন্ন হয়।কাজলের মরদেহ বাঘারপাড়া উপজেলা চত্বরে পৌছালে কান্নায় ভেঙে পড়ে তার রাজনৈতিক অনুসারিরা। এ সময়
উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারিরা নির্বাক হয়ে পড়েন। অনেকেই ধরে রাখতে পারেননি অশ্রুজল। বিকাল তিনটায় উপজেলা পরিষদ চত্ত্বরে প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এর আগে
কাজলের মরদেহে ফুলেল শ্রদ্ধা জানান এমপি রনজিত কুমার রায় ও উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ। এরপর যশোর জেলা আওয়ামীলীগ, বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, ওয়ার্কার্স পার্টি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ নাজমুল ইসলাম কাজলের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।বাঘারপাড়া উপজেলা পরিষদ চত্ত্বরের জানাযা শেষে কাজলের মরদেহ নেওয়া হয় তার নিজ এলাকা ভাংগুড়ায়।
ভাঙ্গুড়া কলেজ মাঠে দ্বিতীয় নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। পরে নিজ গ্রাম আমুড়িয়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। কাজলের নামাজে জানাযা ও তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে উপস্থিত হন স্থানীয় সংসদ সদস্য রনজিৎ কুমার রায়, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হুসাইন শওকত, বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ, সহকারি কমিশনার (ভূমি) ফারজানা জান্নাত, মনিরামপুর উপজেলা পরিষদের
চেয়ারম্যান নাজমা খানম, যশোর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী গোলাম মোস্তফা, হায়দার গনি খান পলাশ, যুগ্ম সাধারন সম্পাদক ও বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মহিত কুমার নাথ, সাধারন সম্পাদক শাহরুল ইসলাম, শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, কাশিমপুর ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর, জেলা যুবলীগের সাবেক সভাপতি মোস্তফা ফরিদ আহম্মেদ চৌধুরি । বাঘারপাড়া উপজেলার বিএনপির যুগ্ম আহবায়ক ও জামদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান শামছুর রহমান,বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মশিয়ুর রহমান,
সাবেক পৌর মেয়র আব্দুল হাই মনা, বাঘারপাড়া থানার ওসি সৈয়দ আল মামুন, বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা হাসান আলী, পৌর মেয়র কামরুজ্জামান, উপজেলা পরিষদের
ভাইস-চেয়ারম্যান আব্দুর রউফ, মহিলা ভাইস-চেয়ারম্যান বিথিকা বিশ্বাস, ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, আবু তাহের আবুল সরদার, মঞ্জুর রশিদ স্বপন, সবদুল হোসেন খান, দ্বীন মোহাম্মদ দিলু পাটোয়ারি, সুভাষ দেবনাথ, আবু সাঈদ সরদার, আয়ুব হোসেন বাবলু। নাজমুল ইসলাম কাজল গত সোমবার বিকাল ৩ টায় (০৭ সেপ্টেম্বর) হবিগঞ্জের মাধবপুর উপজেলার নয়াপাড়া এলাকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত হন।