Monday, September 16, 2024

বাঘারপাড়ায় স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদার দাবিতে সভা অনুষ্ঠিত

- Advertisement -

কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসাবে স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদার দাবিতে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের বাঘারপাড়া উপজেলা শাখার আয়োজনে শুক্রবার সকালে এক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম রবি। প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য পরিদর্শক প্রনয় কুমার সরকার , বিশেষ অতিথি ছিলেন সংগঠনের খুলনা বিভাগীয় সভাপতি স্বাস্থ্য সহকারি আসাদুর রহমান, বক্তব্য রাখেন সহকারি স্বাস্থ্য পরিদর্শক নাজনিন হাসনা, স্বাস্থ্য সহকারি রবীন্দ্র নাথ ভক্ত,শরিফুল ইসলাম প্রমুখ। সভায় প্রধান অতিথি প্রনয় কুমার সরকার বলেন, মাঠপর্যায়ে স্বাস্থ্য পরিদর্শক,সহকারী স্বাস্থ্য পরিদর্শক,স্বাস্থ্য সহকারীদের সকল বঞ্চনা রোধে পদমর্যাদা বৃদ্ধি, বিদ্যামান বেতন বৈষম্য নিরসনের দাবিতে দির্ঘদিন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কর্তৃপক্ষের নিকট যৌক্তিক দাবি জানিয়ে
আসলেও তা বাস্তবায়ন হচ্ছেনা । তিনি আরো বলেন ৩৪ বছর ধরে বেতন বৈষম্য থাকার পরও স্বাস্থ্য সহকারীরা সম্প্রসারিত টিকা দান কর্মসুচি, শিশু ও মাতৃমৃত্যুর হার হ্রাস, সংক্রমক ব্যাধি নিয়ন্ত্রন, গুটি বসন্ত ও পোলিও নির্মূল, ভিটামিন ক্যাম্পেইন, কৃমিনাশক ট্যাবলেট এবং সম্প্রতি সময়ে (কোভিড-১৯)সহ বিভিন্ন সেবা জনগনের দোরগোড়ায় সহজলভ্যভাবে পৌছে দিয়ে সেবা প্রাপ্তির মডেল হিসাবে পরিনত হয়েছে। এ কারনে প্রধানমন্ত্রী কর্তৃক এমডিজি, সাউথ সাউথ পুরস্কার, ভ্যাকসিন হিরো পুরস্কার লাভ করেছে।
বিশেষ অতিথি স্বাস্থ্য সহকারি আসাদুর রহমান বলেন, বাংলাদেশের কোটি কোটি শিশুর জীবন রক্ষার দায়িত্বে এই স্বাস্থ্যকর্মীরা। দায়িত্বে নিয়োজিত স্বাস্থ্য কর্মীরা পেশাকে দাবি পূরণের হাতিয়ার হিসাবে কখনো ব্যবহার করেনি। এসব কারণে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষনের মধ্য দিয়ে সকল স্বাস্থ্য কর্মীর বেতন স্কেল সহ টেকনিক্যাল মর্যাদা প্রদানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি করছি। এসভায় উপজেলার সকল স্বাস্থ্য সহকারীগন উপস্থিত ছিলেন।

বাঘারপাড়া প্রতিনিধি

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত