Saturday, September 14, 2024

বাঘারপাড়ায় মাসব্যাপি গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ করবে এলজিইডি

- Advertisement -

বাঘারপাড়া  প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ায় গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাসের উদ্বোধন করা হয়েছে। “মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত বৃহস্পতিবার দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা প্রকৌশলী আবু সুফিয়ান।সূত্রে জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষে অক্টোবর মাসে বাঘারপাড়ায় ১’শ ৩২ কিলোমিটার সড়কের বিভিন্ন অংশ সংস্কার করা হবে। উদ্বোধনের প্রথম দিনে বাঘারপাড়া-নারিকেলবাড়িয়া সড়কের বিভিন্ন স্থান মেরামত করা হয়। “রুরাল এমপ্লয়মেন্ট এন্ড রোড মেইন্টেনেন্স’ প্রোগ্রাম-৩ (আরইআরএমপি) প্রকল্পের আওতায় ৯০ জন নারী শ্রমিক সড়ক মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য কাজ করছে। এ প্রকল্পে প্রস্তাবিত সড়কের মধ্যে রয়েছে, জহুরপুর ইউপি অফিস-বেতালপাড়া বাজার, তৈলকুপ বাজার সড়ক, খাজুরা বাসষ্ট্যান্ড-যশোর-মাগুরা-আরএইচডি-খাজুরা জিসি, খাজুরা জিসি- পুলের হাট সড়ক, খাজুরা-পুনিহার বটতল ভায়া আজমেহেরপুর সড়ক, রায়পুর ইউপি অফিসÑভাটার বাজার, উপজেলা হেট কোয়ার্টার হতে দরাজহাট ইউপি সড়ক, শেরশাহ সড়ক দত্তরাস্তা- বোলদেঘাটা, চাড়াভিটা জিসি ভায়া বাসুয়াড়ি, ঘুনিঘাট-তালেশ্বরী, ভাংগুড়া আরএইচডি- ধলগ্রাম ইউপি সড়ক, ভাংগুড়া আরএইচডি-বসুন্দিয়া সড়ক, আরএইচডি দত্ত রাস্তা নারিকেলবাড়ীয়া জিসি ভায়া ছায়বাড়ীয়া আগড়া উত্তরপাড়া সড়ক, ধলগ্রাম জিসি- মাইজপাড়া হতে কালুখালী সড়ক, ধলগ্রাম ইউপি-গড়ের হাট বাজার ভায়া আন্তায়খোলা সড়ক, দোহাকুলা ইউপি অফিস-বহরামপুর বাজার সড়ক, চাড়াভিটা জিসি-বোয়ালিয়া ভায়া ছাইবাড়ীয়া বাজার। এদিকে অনুন্নয়ন বাজেটের আওতায় “মেরামত ও সংরক্ষণ” এর অধীন ‘গ্রামীণ সড়ক’ রক্ষণাবেক্ষণের জন্য ০১ জন সুপারভাইজার ও ১৯ জন দুঃস্থ নারী শ্রমিক কাজ করছেন। এ বাজেটে প্রস্তাবিত সড়কের মধ্যে রয়েছে ধলগ্রাম মোড় হতে বসুন্দিয়া সড়ক, বাসুয়াড়ি ইউপি অফিস হতে বাকড়ী বাজার ভায়া ভিটাবল্লা , বাঘারপাড়া-নারিকেলবাড়ীয়া সড়ক, ইন্দ্রা বাবলাতলা- খন্দকার বাড়ী মোড় সড়ক,সীমাখালী আরএইচডি-নারিকেলবাড়ীয়া জিসি সড়ক, নারিকেলবাড়ীয়া জিসি- মনোহরপুর বাজার আরএইচডি ভায়া জয়নগর সড়ক।অন্যদিকে ২০২০-২১ অর্থ বছরের “রুরাল রোড এন্ড কালভার্ট মেইনটেন্স” প্রকল্পের আওতায় ৪ কোটি ১৭ লাখ ৪৭ হাজার ৩’শ ৮৫ টাকা ব্যায়ে ৪টি রাস্তা মেরামত করা হবে। একই সাথে আরসিআইপি প্রকল্পের আওতায় প্রায় ৩৭ কোটি টাকা ব্যায়ে ২টি রাস্তা মেরামত করা হবে বলে জানা গেছে।উপজেলা প্রকৌশলী আবু সুফিয়ান জানিয়েছেন, মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে গ্রামীণ সড়কের নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম জোরদার করার জন্য চলতি অক্টোবর এবং আগামী বছরের মার্চকে রক্ষণাবেক্ষণ মাস হিসেবে ঘোষণা করা হয়েছে। সড়ক পৃষ্টে কোন প্রকার গর্ত থাকবে না, সড়কে কিনারা ভাঙ্গা থাকবে না, ক্ষতিগ্রস্ত মাটির সোল্ডার থাকবে, এলজিইডি সারা বছর ধরে সড়ক মেরামতের কাজ করে। হঠাৎ এলজিইডির কোনো সড়ক ক্ষতিগ্রস্ত হলে, দ্রুত সময়ের মধ্যে মেরামত করা হবে। মেরামতের জন্য কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে শতাধিক হত দরিদ্র নারী।উল্লেখ্য স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বুধবার (৩০ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ে নিজ দপ্তরে অনলাইন প্লাটফর্মে যুক্ত হয়ে এ মাসের উদ্বোধন করেন।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত