Monday, September 16, 2024

বাঘারপাড়ায় প্রবাসীর স্ত্রীর সাথে স্কুলপড়ুয়া যুবকের প্রেমের বিয়ে, অতঃপর জরিমানা

- Advertisement -

যশোরের বাঘারপাড়ায় প্রবাসীর স্ত্রীর প্রেমের ফাদে পড়ে ব্যতিক্রম এক বাল্যবিয়ের ঘটনা ঘটেছে। স্বামীর অবর্তমানে ১৩ বছরের এক বালককের সঙ্গে প্রেম করার পর তাকে বিয়ে করেছেন ১৮ বছর বয়সী এক গৃহবধূ। এঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আফরোজ ঐ গৃহবধূকে এক মাসের সাজা দেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাসুয়াড়ি ইউনিয়নের দক্ষিণ শ্রীরামপুর গ্রামের আনিস শেখের মেয়ে মাছুমা খাতুন (১৮) এর স্বামী বিদেশে থাকার সুযোগে সে খলশি গ্রামের ওমর ফারুকের ছেলে রায়হান উদ্দীন (১৩) নামে এক বালকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সম্প্রতি তারা কাজীর মাধ্যমে বিয়ে করেন। বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে ওই দম্পত্তি উপজেলা সদরের সরকারি পাইলট স্কুলে অবস্থান করছিলেন। এসময় ভ্রাম্যমাণ আদালত আকশ্মিক অভিযান চালিয়ে ওই গৃহবধূকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান
করেন । রায়হান উদ্দীন ৮ম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছে বলে জানা যায়।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত