Tuesday, September 10, 2024

বাঘারপাড়ায় কাজলের জানাজায় এসে আওয়ামীলীগ কর্মীর মৃত্যু

- Advertisement -

যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা নাজমুল ইসলাম কাজলের জানাজায় এসে নিজেও মৃত্যুর কাছে হেরে গেলেন  আওয়ামীলীগ কর্মী শরিফুল ইসলাম।তিনি উপজেলার ধলগ্রামের মৃত জলিল মোল্যার ছেলে। বাঘারপাড়ার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা জানান, শরিফুল উপজেলা পরিষদের জানাজায় কাতারে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ মাটিতে পড়ে যান। এ সময় দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে তিনি ষ্ট্রোকজনিক কারনে  মৃত্যুবরন করেন। বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মোস্তাক আহমেদ জানান, ৩ টা ৩৫ মিনিটে তাকে হাসপাতালে আনা হয়।তবে এর আগেই তার মৃত্যু হয়েছে। সোমবার হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের সংর্ঘষে এক নারীসহ চারজন নিহত হন। এর মধ্যে বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল ছিলেন। মঙ্গলবার তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানেই তিনি মৃত্যু বরণ করেন।

বাঘারপাড়া প্রতিনিধি

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত