Wednesday, September 18, 2024

বাঘারপাড়ায় একুশে আগস্টের হামলায় নিহতদের স্মরণে আলোচনা ও দোয়া

- Advertisement -

বাঘারপাড়া প্রতিনিধিঃ যশোরের বাঘারপাড়ায় ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতের প্রতি শোক ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে পালিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা হাসান আলী। বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগ নেতা পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু ও অধ্যক্ষ আজগর আলী। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক শচীন্দ্রনাথ বিশ্বাস,সাবেক সাংস্কৃতিক সম্পাদক মুন্সি বাহার উদ্দিন,সাবেক প্রচার সম্পাদক মিজানুর রহমান,দোহাকুলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম ছরোয়ার প্রমূখ। আলোচনা সভায় বক্তরা বলেন,১৫ আগস্ট আর ২১ আগস্টের হত্যাকান্ড একই সুত্রে গাঁথা। ২০০৪ সালের এই দিনে তৎকালীন বিরোধী দলের নেত্রী আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান টার্গেট করে সন্ত্রাস বিরোধী সমাবেশে সন্ত্রাসীদের দিয়ে বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে রক্তস্ত্রোত বইয়ে দিয়েছিল জোট সরকার। এ সময় গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড তারেক রহমানের ফাঁসির দাবি জানানো হয়। এই গ্রেনেড হামলার সঙ্গে জড়িত হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানের জবানবন্দিতে আছে তারেক রহমানের নির্দেশ মেনেই তারা সেদিন অপারেশন চালিয়েছিল। এই হত্যাকান্ডের যেমন বিচার হয়েছে, হত্যাকান্ডের মাস্টারমাইন্ডদেরও সর্বোচ্চ সাজা হতে হবে। পরে গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও আহতের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত