Monday, September 16, 2024

বাঘারপাড়ার ৬শ’ মানুষের চলাচলের রাস্তা এখন মরণ ফাঁদ!

- Advertisement -

বাঘারপাড়া(যশোর) থেকে আজম খাঁনঃ যশোর-নড়াইল সড়কের সঙ্গে যোগাযোগের একমাত্র সড়কের বেহাল দশায় বাঘারপাড়ার জোকা গ্রামের সাধারণ মানুষ দিশেহারা। প্রতিনিয়ত এ সড়কে ঘটছে একেরপর এক দূর্ঘটনা।বিশেষ করে বর্ষাকাল এ গ্রামবাসীদের চলাচলের জন্য অভিশাপ হয়ে দাড়ায়। ভোট আসে ভোট যায়, এ গ্রামের ভোটারদের  এ পর্যন্ত বহু নেতা, এমপি, চেয়ারম্যান- মেম্বর বা উপজেলা চেয়ারম্যান  ভোটের আগে কথা দিয়েছেন জয়ী হলে রাস্তা নির্মাণ করে দেবে কিন্তু জয়ী হওয়ার পর কেউ ওয়াদা রাখে না বলে ক্ষোভ প্রকাশ করেন এ গ্রামের বাসিন্দা হিমাংশু বিশ্বাস সহ অন্যরা।জোকা গ্রামটি বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলার বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নে যশোর-নড়াইল সড়ক থেকে মাত্র এক কিলোমিটার দুরে অবস্থিত। এ গ্রামে ছয় শতাধিক লোকের বসবাস। শিক্ষক সহ বেশ কিছু চাকরিজীবী, কৃষক একং ব্যবসায়ীর বসবাস রয়েছে এ গ্রামে। কৃষকদের উৎপাদিত নিত্যপণ্য বাজারজাত করা সহ চাকরিজীবী, ব্যবসায়ী এবং সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলের একমাত্র মাধ্যম এ সড়কের বেহাল দশায় সাধারণ মানুষ দিশেহারা। সাধারণ মানুষকে প্রতিদিন এই কাচা রাস্তা দিয়ে কাদাজল ভেঙ্গে প্রায় এক কিলমিটার রাস্তা পাড়ি দিয়ে যশোর-নড়াইল সড়কে উঠতে হয়।  এ গ্রামের আরো একজন বাসিন্দা শিবুপদ সরকার মরনফাদ এ রাস্তার বর্ননা দিয়ে বলেন , বর্ষাকালে আমাদেরকে মনে হয় বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা। হাটুকাদা ভেঙ্গে  পথ চলতে চলতে এ গ্রামের সাধারণ মানুষ ক্লান্ত-পরিশ্রান্ত। অবহেলিত জোকা গ্রামবাসী যথাযথ কর্তৃপক্ষের নিকট তাদের দুঃখ-কষ্ট লাঘবের জন্য যশোর-নড়াইল সড়ক হতে করিমপুর গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত মরনফাদ ক্ষ্যাত বেহাল দশায় জর্জরিত এ সড়কটিকে পাকা করনের জোর দাবী জানিয়েছেন সবাই।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত