যশোর বাঘারপাড়ায় সূর্যের আলো সমবায় সমিতি লিমিটেড নামে ভুয়া এনজিওর ম্যানেজার আসলাম হুসাইনের বিরুদ্ধে মামলার পর তাকে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। সোমবার দোহাকুলা এলাকার নিলা খাতুন বাদী হয়ে এ মামলা করেন। মামলায় ম্যানেজার সহ আসামি করা
হয়েছে রাশেদুল ইসলামকে। মামলার বিবরনে জানা যায়, বাঘারপাড়ার চৌরাস্তা মোড়ের হাজি সুপার মার্কেটে সূর্যের আলো সমবায় সমিতি লিঃ সঞ্চয় জমা নিয়ে ঋণ কার্যক্রম পরিচালনার জন্য মাঠকর্মী নিয়োগের জন্য প্রচার করে। এতে বাদীসহ ৬ জন কর্মি ৮ হাজার টাকা মাসিক চুক্তিতে মৌখিকভাবে নিয়োগ পাওয়ার পর বিভিন্ন গ্রাহকের কাছ থেকে ৭ লাখ ৯০ হাজার ৫’শ ৩০ টাকা সংগ্রহ করে। সংগ্রহকৃত টাকা প্রতারক আসলাম ও তার সহযোগী রাশেদুলের কাছে জমা করে। তারা গ্রাহকদের ঋণ না দিয়ে সমুদয় টাকা আত্মসাৎ করে। এর আগে শুক্রবার দুপুরে উপজেলার দক্ষিণ শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে বাঘারপাড়া থানা পুলিশ আসলামকে আটক করে। আটকের সংবাদ পেয়ে ওই ভুয়া ম্যানজারের কাছে জামানতের টাকা ফেরত পাওয়ার জন্য শতাধিক গ্রাহক থানায় জড়ো হয়। পরে টাকা উদ্ধারের আশ্বাসে তারা বাড়ি ফিরে যায়। আসলাম হুসাইন
উপজলার দক্ষিণ শ্রীরামপুর এলাকার লিয়াকত আলীর ছেলে। এ বিষয়ে বাঘারপাড়া থানার ওসি সৈয়দ আল মামুন জানিয়েছেন, দীর্ঘ সময় নিয়ে বিভিন্নভাবে তদন্তের পর গতকাল আসলামের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। আসলামের
কাছ থেকে নগদ টাকা উদ্ধারের সব রকম চষ্টা করা হয়েছে। তার কাছ থেকে মাত্র আশি হাজার টাকা উদ্ধার হয়েছে। যে টাকা মাঠ কর্মীদের মাধ্যমে বেশ কিছু গ্রহককে ফেরত দেয়া হয়েছে। বাকি টাকা দেরিতে হলেও আদায় করার উদ্যোগ গ্রহন করা হয়েছে।
বাঘারপাড়া প্রতিনিধি