Monday, November 11, 2024

বাঘারপাড়ার রিপনের খুনি বরকতকে যুবলীগ থেকে অব্যাহতি

- Advertisement -

যশোর শহরের এক নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক বকতুল্লাহ খানকে যুবলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি এই ব্যবস্থা নেয়। এতে বলা হয়, ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগের গঠনতন্ত্রের ২২-এর ক ধারা মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলাপরিপন্থী, অসৌজন্যমূলক, উচ্ছৃঙ্খল আচরণ ও নৈতিকতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে’ বরকতুল্লাহ খানকে বহিষ্কার করা হলো।
বিবৃতিতে এই বিষয়ে জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকেরও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বরকত আজ রোববার দুপুরে বাঘারপাড়ায় শত মানুষের সামনে রিপন নামে এক ট্যাক্সি ড্রাইভারকে ছুরি মেরে খুন করে। পরে স্থানীয়রা তাকে ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। বর্তমানে সে বাঘারপাড়া পুলিশের হেফাজতে রয়েছে। এদিকে অভিযোগ রয়েছে, যশোর শহরের মণিহার, রবীন্দ্রনাথ রোড, বারান্দি এলাকাভিত্তিক দুর্ধর্ষ একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য বরকতের বিরুদ্ধে আগেও নানা অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগ ছিল। তা সত্ত্বেও সে ওয়ার্ড যুবলীগের শীর্ষ পদে বহাল থাকে। আজকের খুনের ঘটনার পর তাকে সাংগঠনিক দায়িত্বের পাশাপাশি যুবলীগের প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এই সংক্রান্ত বিজ্ঞপ্তিতে শহর যুবলীগের আহ্বায়ক ও দুই যুগ্ম আহ্বায়ক স্বাক্ষর করেছেন।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত