বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও পুলিশ বাহিনী সম্পর্কে কুরুচিপূর্ণ তথ্য ফেসবুকে প্রচার করায় যশোরে পিতা পুত্রকে আটক করেছে যশোর পুলিশ। তাদের বিরুদ্ধে কোতয়ালি থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা করেছে পুলিশ।
আটককৃতরা হলো, যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের তেজরোল গ্রামের হায়দার আলী ও তার ছেলে ইমু।
সদর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর তুষার কুমার মন্ডল জানান, ফাড়ির এসআই শরিফুল ইসলামকে নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। হায়দার আলী একজন প্রবাসী সেখান থেকে তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী ও পুলিশ বাহিনী সম্পর্কে বিভিন্ন সময় নানা কুরুচিপূর্ণ তথ্য প্রকাশ করে। তিনি বিদেশ থেকে সম্প্রতি দেশে ফিরলে গত শনিবার রাতে খাজুরা বাজার থেকে পিতাকে ও পরে বাড়ি থেকে তার ছেলে ইমুকে আটক করা হয়। এই ঘটনায় যশোর কোতয়ালি থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে।
রাতদিন সংবাদ