Tuesday, September 10, 2024

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কাদির সভাপতি ও শাহীন সম্পাদক প্রার্থী, কমিটি গঠন

- Advertisement -

যশোর জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ নির্বাচন পরিচালনা আহবায়ক কমিটি গঠন করেছে। রোববার দুপুরে এ বিষয়ে সংগঠনের নীতিনির্ধারকদের উপস্থিতিতে অনুষ্ঠিত মত বিনিময় সভায় ২০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। একই সাথে আসন্ন নির্বাচনে সভাপতি পদে গাজী আব্দুল কাদির ও সাধারণ সম্পাদক পদে শাহানুর আলম শাহীনকে আনুষ্ঠানিক ভাবে প্রার্থী ঘোষনা করেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোহাম্মদ আলী রায়হান।
সভায় জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এম ইদ্রিস আলীকে আহবায়ক ও মোহাম্মদ আলী রায়হানকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন, শামসুর রহমান, কাজী বাহউদ্দীন ইকবাল, মোশারফ হোসেন, সৈয়দ মোকাররম হোসেন, আবু সেলিম রানা, মুস্তাফিজুর রহমান মুকুল, খোন্দকার মোয়াজ্জেম হোসেন মুকুল, হারুন অর রশিদ, রফিকুল ইসলাম পিটু, শরীফ নুর আলী রেজা, এস এম বদরুজ্জামান পলাশ, সাজ্জাদ মোস্তফা রাজা, সেতারা খাতুন, সোহেল শামীম, মাহবুব সরকার লাল্টু, আব্দুল কাদের আজাদ, খোন্দকার দেলোয়ার হোসেন ও নজরুল ইসলাম বকুল।

উল্লেখ, আগামী নভেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন। ইতিমধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে সভাপতি পদে আরএম মঈনুল হক ময়না ও সাধারণ  সম্পাদক পদে এম এ গফুরকে প্রার্থী মনোনিত করেছেন। এছাড়া গণতান্ত্রিক আইনজীবী সমিতির পক্ষ থেকে সভাপতি পদে কাজী ফরিদুল ইসলামকে মনোনিত করা হয়েছে।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত