Monday, November 11, 2024

পৌর নির্বাচনে অংশ নিলেই খুন করা হবে, দাবি কেশবপুরের পৌর কাউন্সিলর আফজালের

- Advertisement -

জাকির হোসেন (কেশবপুর প্রতিনিধি)।।আগামী কাউন্সিলর পদে নির্বাচন করা যাবেনা । যদি করা হয় তাহলে তাকে হত্যা করা হবে বলে জানিয়েছেন কেশবপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আফজাল হোসেন বাবু। রোববার কেশবপুর প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি করেন তিনি।একই সাথে এ বিষয়ে প্রশাসনের উর্দ্বোতন মহলের হস্তক্ষেপ কামনা করেন। তিনি তার বক্তব্যে  আরো জানান গত শনিবার সন্ধ্যায় তার বড় ছেলে ফয়সাল আরেফিন তামিম (৯) শহরের একটি বাসায় পড়তে যাওয়ার পথে মুখোষধারী দু‘ব্যক্তি তার পথরোধ করে তাকে হুমকি দেয়। তারা বলে তোর বাবাকে বলে দিস সে যেন আগামী কাউন্সিলর পদে নির্বাচন না করে। যদি করে তাহলে তাকে হত্যা করা হবে। সে কারণে অজ্ঞাতনামা ওই ব্যক্তিরা এবং ওই কুচক্রী মহল তাকে এখন থেকেই বিভিন্ন প্রকারের ভয়ভীতিসহ খুন জখমের হুমকী প্রদান করে আসছে। মুলত  নির্বাচন থেকে সরানো্ই তাদের মুল উদ্দেশ্য।তিনি লিখিত বক্তব্যে বলেন অজ্ঞাতনামা ওই ব্যক্তিরা সহ কুচক্রী মহল পরবর্তীতে আমার ও আমার পরিবারের উপর বড় ধরণের আঘাত আনতে পারে। তার ও তার পরিবারের নিরাপত্তার জন্য তিনি আকুতি জানান। এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এসময় তার ছেলে সহ পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

 

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত