Monday, September 16, 2024

পুলিশ ও মাদকদ্রব্য বিভাগের অভিযানে একশ’ দুই পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৩

- Advertisement -

পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে ১শ’ ২পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় তিনজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে, যশোর সদর উপজেলার খামার বাগডাঙ্গা গ্রামের আমজাদ হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন, নওদাগ্রামের আফাজ উদ্দিনের ছেলে রাকিব হোসেন ওরফে রাকিব ও শহরের ঘোপ নওয়াপাড়া রোডের সোহরাব হোসেনের ছেলে আলামিন।
উপশহর পুলিশ ক্যাম্পের এএসআই ফিরোজ আহম্মেদ জানান,শনিবার রাত সাড়ে ১০ টায় গোপন সূত্রে খবর পেয়ে ঘোপ নওয়াপাড়া রোডস্থ মাহামুদুর রহমান স্কুলের উত্তর পাশের্^ গেটের সামনে থেকে আলামিনকে ৪৫পিস ইয়াবাসহ গ্রেফতার করে। অপরদিকে,পুরাতন কসবা পুলিশ ফাঁড়ীর এটিএসআই সমাপ্ত কুমার বৈরাগীসহ একদল পুলিশ শনিবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে শহরের গরীবশাহ মাজারের সামনে থেকে সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ৭পিস ইয়াবা উদ্ধার করে। এছাড়া,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের ক সার্কেলের সদস্যরা শনিবার বিকেলে সদর উপজেলার খয়েরতলা বাজারের মুরটিপট্টি এলাকাস্থ ইয়ামিনের দোকানের সামনে থেকে রাকিব হোসেন ওরফে রাকিবকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ৫০ পিস ইয়াবা উদ্ধার করে। মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় কোতয়ালি মডেল থানায় আলাদা তিনটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের রোববার দুপুরে আদালতে সোপর্দ করে।

বিশেষ প্রতিনিধি

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত