ঝিনাইদহের শৈলকুপায় এক দম্পতি বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। এদের মধ্যে স্বামী সাইফুল ইসলাম (৬৫) মারা গেছেন। আর মৃত্যুর সঙ্গে লড়ছেন স্ত্রী লাইলী বেগম (৫০)।ঘটনাটি শুক্রবার রাত দশটার দিকে শৈলকুপা পৌর এলাকার বালিয়াডাঙ্গার।
সাইফুল ইসলাম মাগুরার শ্রীপুর উপজেলার ছাচিলাপুর গ্রামের মৃত মইজউদ্দিন শেখের ছেলে। বৈবাহিক সূত্রে তিনি বালিয়াডাঙ্গা গ্রামে প্রায় ৪০ বছর ধরে বসবাস করছিলেন।সাইফুল ইসলামের মেয়ে মেরিনা খাতুন জানান, তার বাবা-মায়ের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। এরই সূত্র ধরে শুক্রবার রাতে ঝগড়ার এক পর্যায়ে বাবা বিষপান করেন। এঘটনার কিছুক্ষণ পর মাও বিষপান করেন। পরে প্রতিবেশীরা উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ১২টায় বাবা মারা যান। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, বিষপানে স্বামী মারা গেছেন, আর স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি