পবিত্র আশুরা উপলক্ষে জাকের পার্টি’র মহামান্য চেয়ারম্যানের নির্দেশে জাকের পার্টি ছাত্রফ্রন্ট যশোর জেলার শাখার উদ্যোগে কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত হয়েছে।শনিবার যশোর নিউমার্কেটে অবস্থিত জাকের পার্টির নিজস্ব কার্যালয়ে সকাল ১০ টা থেকে শুরু হয়ে দুপুর ২ টায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে মিশন শেষ হয়। মিশন প্রধান হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি ছাত্রফ্রন্ট
কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান আরিফ। মিশনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রের প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান রুবেল, খুলনা বিভাগীয় প্রচার সম্পাদক সালমান শিকদার। মিশনে প্রধান অতিথি বলেন, হিজরী নব বর্ষের সাথে গেথে আছে অসহনীয় শোকের এক উপাখ্যান। মর্ম্নতুদ কারবালা ট্রাজেডি। রাসুলে পাক (সাঃ) প্রদর্শিত সত্য ইসলামের পতাকা সমুন্নত রাখার মহান প্রয়াসে সপরিবারে সঙ্গী সাথীসহ কারবালা প্রান্তরে শাহাদাত বরণ করেন নবী দৌহিত্র হযরত ইমাম হোসেন (রাঃ) ছাহেব। কারবালার শোক চির অম্লান। চির অমলিন। শোকের এ মাতম সঙ্গী করেই এগিয়ে যায় হিজরী নতুন বছর। কর্মমুখর হয় মুসলিম উম্মাহ। এছাড়া তিনি সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে জাকের পার্টির পতাকা তলে থেকে কাজ করার দিকনির্দেশনা প্রদান করেন। যশোর জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে মিশন সঞ্চালনা করেন সহ সভাপতি তৌহিদুর রহমান ও সাধারণ সম্পাদক নূর হোসেন। মিশনে আরো অংশ নেনযুগ্ম সাধারণ সম্পাদক এস এম মেজবাহ হাসান, সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন , অর্থবিষয়ক বিষয়ক সম্পাদক সৈয়দ আল আমিন আবিদ, বাঘারপাড়া উপজেলা কমিটির সভাপতি কবিরুজ্জামান, সিনিয়র সহসভাপতি আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক রজিবুল ইসলাম প্রমুখ।
রাতদিন সংবাদ