দৈনিক পত্রিকা, রেডিও ও টেলিভিশনের অনলাইন ভার্সন এবং আইপি টিভির নিবন্ধন বাধ্যতামূলক করে ‘জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭ (সংশোধিত, ২০২০)’ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের যোগ্যতা, নিবন্ধন ফি, লাইসেন্সপ্রাপ্ত টেলিভিশন চ্যানেল ও বেতারের নিউজ পোর্টাল হিসেবে প্রচারকার্য পরিচালনা, আইপি টিভি ও ইন্টারনেট রেডিওর সম্প্রচার বিষয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা ছিল না। এসব বিষয় অ্যাড করেছে তথ্য মন্ত্রণালয়। আজ এ বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে এবং অনুমোদন দেওয়া হয়েছে।’তিনি আরো বলেন, ‘অনেক টেলিভিশন ও বেতার নিউজ পোর্টাল পরিচালনা করছে। আগে অনুমোদন নিতে হতো না, এখন থেকে নিতে হবে। পত্রিকাগুলো যা ছাপছে, সেটাই যদি অনলাইনে দিয়ে দেয় তাহলে কোনো অনুমতি লাগবে না। কিন্তু যদি কেউ ভিন্নভাবে পত্রিকার অনলাইন ভার্সন চালায় তাহলে তাকে অনুমতি নিতে হবে।’মন্ত্রিপরিষদ সচিব জানান, যত দিন পর্যন্ত সম্প্রচার কমিশন না হবে, তত দিন তথ্য মন্ত্রণালয় যে কর্তৃপক্ষ নির্ধারণ করবে সেটাই হবে পরিচালনাকারী কর্তৃপক্ষ।
অনলাইন ডেস্ক