Monday, September 16, 2024

নারীর প্রতি সহিংসতা, হত্যা, ধর্ষণের দ্রুত বিচারের দাবিতে যশোরে মানববন্ধন

নারীর প্রতি সহিংসতা, হত্যা, ধর্ষণের দ্রুত বিচারের দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ যশোর শাখার উদ্যোগে  রোববার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন করা হয়।
এসময় বক্তরা বলেন, সারা দেশের ধারাবাহিক ধর্ষণের ঘটনার সঙ্গে কোনো না কোনো ক্ষমতাবান ব্যক্তি বা গোষ্ঠী সম্পৃক্ত। নিপীড়ন ও ধর্ষণকারীরা জানেন তাদের কোনো বিচার হবে না, শাস্তি হবে না। এ কারণেই তারা যা খুশি তাই করছেন। বিগত বছর চেয়ে চলতি বছরে ধর্ষণ অনেক গুন বেড়ে গেছে। বক্তরা সিলেট-খাগড়াছড়িসহ সারাদেশে ধর্ষণের সাথে জড়িতদের অতিদ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
বাংলাদেশ মহিলা পরিষদ যশোর শাখার সাংগঠনিক সম্পাদক ফারদিনা রহমান এনির নেতৃত্বে যশোরের কয়েকটি সামাজিক সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঘাতক দালাল নির্মূল কমিটির যশোর জেলার সভাপতি হারুন-অর রশিদ, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় সদস্য হাবিবা শেফাসহ প্রমূখ।
রাতদিন সংবাদ
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত