- Advertisement -
যশোর শহরের নাজির শংকরপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশের এক বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা ও বার্মিজ চাকুসহ গ্রেফতারকৃত দুই নারীসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামীরা হচ্ছে, যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে একরামুল হক, বকচর জোড়া মন্দিও এলাকার শামীম হোসেনের মেয়ে শান্তা আক্তার আশা ও শহরের রেলরোড তেঁতুলতলার মৃত আজিজ শেখ এর মেয়ে ফারজানা আক্তার বৃষ্টি।
কোতয়ালি মডেল থানা সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৫ টায় ওই এলাকার শামসুল হক এর বাড়ির ভাড়াটিয়া শান্তা আক্তার আশার ঘরে অভিযান চালায় পুলিশ। এ সময় একরামুল হক,শান্তা আক্তার আশা ও ফারজানা আক্তার বৃষ্টিকে ৫০পিস ইয়াবা ও ৭টি বার্মিজ চাকু ও একটি মোবাইলসহ গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়।
রাতদিন সংবাদ
- Advertisement -