অভয়নগর (যশোর) প্রতিনিধি-প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে যশোর অভয়নগরের নওয়াপাড়া পৌর ছাত্র লীগের উদ্যোগে বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গত বুধবার সন্ধায় নওয়াপাড়া পৌর সভার ৪,৫,৬ ও ৭ নং ওয়ার্ড বাসির মাঝে তিন শতাধিক ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়। বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচি উদ্বোধনি অনুষ্ঠানের উপন্থিত ছিলেন, উপজেলা যুবলীগ নেতা আব্দুল মুকিত মোল্ল্যা, নুর ইসলাম মনি, মনির হোসেন, আজিম চেšধরী, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ শান্ত, ছাত্রলীগ নেতা আল মামুন আকাশ, শরিফুল ইসলাম, শান্ত শেখ, মুরাদ হোসেন, রাব্বি খান, জয় হলদার, হাসিবুল, আল আমিন, জীবন, ইমন সাকিব প্রমুখ। বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় অভয়নগর উপজেলার ৮টি ইউনিয়ন ও নওয়াপাড়া পৌর সভার ৯টি ওয়ার্ডে পর্যায়ক্রমে গাছের চারা রোপন ও বিতরণ করা হবে।