Saturday, September 14, 2024

নওয়াপাড়ায় ব্রিজের উপর মটরসাইকেল-নসিমনের মুখোমুখিতে যুবকের প্রানহানী

- Advertisement -

করোনায় রেড জোনের অন্তর্ভুক্ত লকডাউন চলাকালে ফাঁকা ব্রীজের ওপর মোটর সাইকেল দূর্ঘটনায় প্রাণ গেল আল মাসুদ (২২) নামের এক যুবকের। মঙ্গলবার দুপুরে নওয়াপাড়ার ভৈরব ব্রীজের ওপর নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন ওই যুবক। গুরুতর আহত হন মোটরসাইকেল চালক বিশাল নামের অপর যুবকটি। এলাকাবাসী ও অভয়নগর থানা পুলিশসূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নওয়াপাড়ার বউবাজার এলাকার জুলফিকার আলী সরদার ওরফে জুলুর ছেলে আল মাসুদ তার বন্ধু মামুনুর রশীদের ছেলে বিশালকে নিয়ে মোটরসাইকেল যোগে ভৈরব ব্রীজের ওপর দিয়ে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আল মাসুদ মারা যান। গুরুতর আহত হন মোটরসাইকেল চালক বিশাল। তাকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর আশংকাজনক হওয়ায় পরে তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

অভয়নগর প্রতিনিধি

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত