Saturday, September 14, 2024

দুর্ঘটনায় বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যানসহ নিহত ৪

- Advertisement -

হবিগঞ্জের মাধবপুরে যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল  সহ সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। সোমবার বিকেলে ট্রাক ও জীপের মুখোমুখি সংঘর্ষে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া এ দুর্ঘটনায় আরো ৩ জন আহত হয়েছেন।শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি তৌফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, সোমবার বিকেল ৩টার দিকে সিলেট থেকে ঢাকাগামী একটি পজেরো (ঢাকা মেট্রো ঘ- ১১- ২০১৫) নয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পজেরো গাড়িতে থাকা ২ জন পুরুষ লোক মারা যান। মাধবপুর ফায়ার সার্ভিস কর্মীরা আহত ৩ জন কে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে  একজন পুরুষ  ও একজন নারীকে মৃত ঘোষণা করেন। নিহত ৪ জনের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা  হচ্ছেন যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমুড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম (কাজল), কাজলের ফুপাতো ভাই (ড্রাইভার) করিমপুর গ্রামের ইউছুপ বিশ্বাসের ছেলে আরিফুল ইসলাম(৩০), ঢাকার তালতলা সুমন মিয়ার মেয়ে আখি (২০)। অপরজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।অপর আহত ৩ জনের মধ্যে পাজেরো গাড়ীতে থাকা মাগরিফাত মিম ওরফে নওরিনও ঢাকার তালতলার বাসিন্দা।ঘটনার খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের একদল কর্মী ট্রাকের নিচে ঢুকে পড়া পাজেরো গাড়ী কেটে হতাহতদের উদ্ধার করেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেছেন।

অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত