জাকির হোসেন,কেশবপুরঃ যশোরের কেশবপুর প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। ১৬সেপ্টেম্বর সন্ধ্যায় কেশবপুর প্রেসক্লাবেব হল রুমে আনুষ্ঠানিক ভাবে নব নির্বাচিত সভাপতি ও কমিটির সদস্যদের উপস্থিতিতে দায়িত্ব হস্তান্তর করেন সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন। এ সময় কমিটির পক্ষ থেকে দায়িত্ব বুঝে নেন প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান ও নব নির্বাচিত সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী । এসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মাষ্টার আব্দুস সালাম, সহ সভাপতি মোল্যা আব্দুস সাত্তার, আব্দুল হাই সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে, এম আর মঈন, কোষাধ্যক্ষ শামসুর রহমান,দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, ক্রিড়া ও সাংষ্কৃতিক সম্পাদক শাহিনুল ইসলাম, গ্রন্থাগার সম্পাদক মাষ্টার মতিয়ার রহমান, নির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম খান, আব্দুল্যাহ আল ফুয়াদ, আব্দুর রাজ্জাক, আব্দুল করিমসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী বলেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশসহ আগামী দিনে ঐক্যবদ্ধ ভাবে সকলকে সহযোগিতা করার অনুরোধ জানান। প্রেসক্লাব সভাপতি আশরাফ উজ জামান খান সকলকে অভিনন্দন জানিয়ে হস্তান্তর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
দায়িত্ব বুঝে নিলো কেশবপুর প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটি
- Advertisement -
- Advertisement -