Wednesday, September 18, 2024

তালবাড়িয়া গ্রামের এক বাড়ি থেকে একরাতে দুটি মোটর সাইকেল চুরি

- Advertisement -

যশোর সদর উপজেলার তালবাড়িয়া দক্ষিণ পাড়ার এক বাড়িতে গভীর রাতে ঘরের তালা ভেঙ্গে সংঘবদ্ধ চোরেরা দু’টি মোটর সাইকেল চুরি করে নিয়ে গেছে। চুরির ঘটনায় ঘটনায় কোতয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ওই গ্রামের মোশারফ হোসেনের ছেলে সামাউল ইসলাম ইমন বৃহস্পতিবার ২৭ আগষ্ট কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন,২৪ আগষ্ট রাত ১০ টায় সামাউল ইসলাম ইমনের বাবাসহ পরিবারের সকলে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে। বাবা মোশারফ হোসেনের শুয়ে থাকা কক্ষের ডান পাশের্^ কক্ষে কালো রংয়ের ১শ’ সিসি বাজাজ ডিস কভার (যশোর হ-১৫-০৬০৫) মূল্য ১ লাখ ১৫ হাজার টাকা ও ১৫০ সিসি লাল রংয়ের হোন্ডা টেগার (যশোর ল-১২-৫৫৬৯) মূল্য ২ লাখ ২০ হাজার টাকাসহ মোট মূল্য ৩লাখ ৩৫ হাজার টাকা রেখে ঘুমিয়ে পড়ে। ২৫ আগষ্ট ভোর ৫ টায় ঘুম থেকে উঠে দেখে উক্ত কক্ষের দরজার তালা ভাঙ্গা। ঘরের মধ্যে থাকা মোটর সাইকেল দু’টি নেই।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত