যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রের তিন কিশোর হত্যা মামলায় আটক আট কিশোরের চারদিনের জ্ঞিাসাবাদের আদেশ দিয়েছে আদালত। কিশোর উন্নয়ন কেন্দ্রের ভেতরে বিশেষ কোনো কক্ষে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে।
বৃহস্পতিবার যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক টি এম মুসা এ আদেশ দেন। আটক আট কিশোর বন্দিরা হলেন, গাইবান্ধার খালিদুর রহমান তুহিন, নাটোরের হুমাইদ হোসেন ও মোহাম্মদ আলী, পাবনার ইমরান হোসেন ও মনোয়ার হোসেন, রাজশাহীর পলাশ ওরফে শিমুল ওরফে পলান, কুড়িগ্রামের রিফাত আহমেদ ও চুয়াডাঙ্গার আনিছুজ্জামান।
প্রসঙ্গত, গত ১৩ আগস্ট যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে কিশোর বন্দিদের অমানুষিক মারপিট করা হলে তিন কিশোর নিহত ও ১৫ জন আহত হয়। এ ঘটনায় ১৪ আগস্ট রাতে নিহত কিশোর পারভেজ হাসান রাব্বির বাবা রোকা মিয়া যশোর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।পরে প্রতিষ্ঠান প্রধান সহ ৫কর্মকর্তাকে আটক করে পুলিশ। একই সাথে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে আরো আট কিশোরকে শ্যোন আরেস্ট দেখানো হয়। একই সাথে তাদের সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা চাঁচড়া ফাঁড়ি ইনচার্জ রোকিবুজ্জামান। গত ২৫ আগস্ট রিমান্ড শুনানীর দিনে তা পুনঃশুনানীর জন্য বৃহস্পতিবার দিন ধার্য করে আদালত।
রাতদিন সংবাদ