দ্বিতীয় বারের মত টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার পেলেন দৈনিক গ্রামের কাগজের সিনিয়র স্টাফ রিপোর্টার ফয়সল ইসলাম। গত বছরও তিনিসহ গ্রামের কাগজ পরিবারের আটজন সাংবাদিক এ পুরস্কার অর্জন করেন।২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত ‘দৈনিক গ্রামের কাগজ’ পত্রিকায় ‘যশোরে পরিবার পরিকল্পনা কার্যক্রমে পদে পদে দুর্নীতি’ শিরোনামে প্রকাশিত ০৩ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের জন্য সাংবাদিক ফয়সল ইসলাম এ পুরস্কার অর্জন করেন।২৮ সেপ্টেম্বর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে ‘তথ্য অধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও অনুসন্ধানী সাংবাদিকতা:প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক মুক্ত আলোচনা ও দুর্নীতি বিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিজয়ী হিসেবে সাংবাদিক ফয়সল ইসলামের নাম ঘোষনা করা হয়।গত সোমবার সকাল ১১টায় অনলাইন প্ল্যাটফর্ম জুম মিটিংয়ে আয়োজিত এই অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ মাসুম বিল্লাহ। এতে মুখ্য আলোচক ছিলেন সাংবাদিক, গবেষক ও গণমাধ্যম বিশ্লেষক অধ্যাপক আফসান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর গীতিআরা নাসরিন, বৈশাখী টেলিভিশনের প্ল্যানিং কনস্যালটেন্ট জুলফিকার আলি মানিক এবং টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সঞ্চালনায় ছিলেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক শেখ মন্জুর-ই-আলম।
রাতদিন সংবাদ