Monday, September 16, 2024

 ছাত্র আন্দোলনের মুখে শফি পুত্র মাওলানা আনাস মাদানীকে স্থায়ীভাবে অব্যাহতি

- Advertisement -

ছাত্রদের আন্দোলনের মুখে চট্টগ্রামের দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা থেকে আল্লামা শাহ আহমদ শফির পুত্র মাওলানা আনাস মাদানীকে স্থায়ীভাবে অব্যাহতি দেয়া হয়েছে।বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় হাটহাজারী মাদরাসার শূরা সদস্যদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। শূরা সদস্য ও মাদরাসার সিনিয়র শিক্ষকদের সম্মিলিত মতামতের ভিত্তিতে মাওলানা আনাস মাদানীকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।আল্লামা শাহ আহমদ শফীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- হাটহাজারী মাদ্রাসার মুঈনে মুহতামিম মাওলানা শেখ আহমদ, শূরা সদস্য মাওলানা নোমান ফয়জি, মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী ও মাওলানা ওমর ফারুক প্রমুখ।বৈঠকে মাদরাসায় অধ্যয়নরত কোনো ছাত্রকে হয়রানি করা হবে না মর্মেও সিদ্ধান্ত হয়। আন্দোলনরত ছাত্রদের অন্যান্য দাবির বিষয়েও আগামী শনিবার (১৯ সেপ্টেম্বর) মজলিসে শূরার বৈঠকের মাধ্যমে সমাধা করার সিদ্ধান্ত হয়।এর আগে আজ জোহরের পর থেকে মাওলানা আনাস মাদানীকে মাদরাসা থেকে বহিষ্কারসহ পাঁচ দফা দাবিতে হাটহাজারী মাদরাসা ক্যাম্পাসে ছাত্ররা বিক্ষোভ শুরু করে।ছাত্রদের আন্দোলন শুরুর পর মাদ্রাসার বাইরে বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা যায়।ছাত্রদের উত্থাপিত পাঁচ দফা দাবির মধ্যে ছিল- (এক) মাওলানা আনাস মাদানীকে অনতিবিলম্বে মাদরাসা থেকে বহিষ্কার করতে হবে। (দুই) ছাত্রদের প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধা প্রদান ও সকল প্রকার হয়রানি বন্ধ করতে হবে। (তিন) শায়খুল হাদিস আল্লামা আহমদ শফী অক্ষম হওয়ায় মহাপরিচালকের পদ থেকে সম্মানজনকভাবে অব্যাহতি দিয়ে উপদেষ্টা বানাতে হবে। (চার) উস্তাদদের পূর্ণ অধিকার ও নিয়োগ-বিয়োগকে শূরার উপর পূর্ণ ন্যস্ত করতে হবে। (পাঁচ) বিগত শূরার হক্কানী আলেমদেরকে পুনর্বহাল ও বিতর্কিত সদস্যদের পদচ্যুত করতে হবে।

অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত