- Advertisement -
যশোর-নড়াইল সড়কের ছাতিয়ানতলা সড়ক দুর্ঘটনার ঘটনায় তিন অজ্ঞাত যুবককে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় রেফার করা হয়েছে। শনিবার দুপুর দুই টার দিকে সরদার ফিলিং স্টেশন অদূরে এ ঘটনা ঘটে। বিকাল চার টার দিকে পুলিশের তত্ত্বাবধানে তাদের ঢাকায় রেফার করা হয়। এ রিপোর্ট পাওয়া পর্যন্ত তাদের পরিচয় পাওয়া যায়নি।
সূত্র জানায়, শনিবার দুপুর দুই টার দিকে ছাতিয়ানতলা সরদার ফিলিং স্টেশনের সামনে দু’মটরসাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে, দু’মটরসাইকের তিন আরহী আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করে। সেখানে তাদের অবস্থার অবনতি হলে বিকাল চার টার দিকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় রেফার করা হয়।
রাতদিন সংবাদ
- Advertisement -