যশোরের চৌগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসাইনের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় ১১ জন আসামি রোববার আদালতে আত্মসমর্পণ করেন। একই সাথে তারা জামিনে মুক্তি পান। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহাদী হাসান তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। জামিনপ্রাপ্তরা হলেন-উপজেলার বেড় গোবিন্দপুর গ্রামের মৃত সিরাজ মল্লিকের ছেলে বিপুল হোসেন (৩০), সহিদুল ইসলামের ছেলে মো. রকি (২৩), মৃত মকবুল মল্লিকের ছেলে মহাব্বত হোসেন (৩৫), মো. শাহাজানের ছেলে মো. হাসান (৩৫), আব্দুল লতিফের ছেলে তরিকুল ইসলাম (৩০), মুকুল হোসেনের ছেলে বোরহান উদ্দিন (২৮), মৃত করিম বক্সের ছেলে মো. লাভলু (৫০), মৃত ওহাব আলীর ছেলে শাহিনুর রহমান (৩২), মৃত তক্কেল মোড়লের ছেলে মো. ইনতাজ (৪৫), মৃত এরশাদ আলীর ছেলে আলমগীর হোসেন (৩৩) ও মনমথপুর গ্রামের আওরঙ্গজেব চুন্নুর ছেলে শামীম রেজা (৩৩)। উল্লেখ্য, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসাইন গত ১০ জুলাই রাত ৮টার দিকে চৌগাছা বাজার থেকে বেড় গোবিন্দপুর গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে বেড় গোবিন্দপুর বাওড়ের পাশের বটতলার সামনে পৌঁছালে তার ওপর হামলা চালায় এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা। এ ঘটনায় আহতের ভাই জাহিদুর রহমান মিলন ১৩ জনের নাম উল্লেখ করে চৌগাছা থানায় একটি মামলা করেন। এ মামলার প্রধান আসামি বেড় গোবিন্দপুর গ্রামের মো. বুলবুলির ছেলে সাহেদ পারভেজ (৪২) ও আরেক আসামি মনমথপুর গ্রামের মো. পান্নুর ছেলে ইমরান হোসেন (৩০) ছাড়া বাকি ১১ জন আসামি আদালতে আত্মসমর্পণ করেন।
রাতদিন সংবাদ