Monday, September 16, 2024

চৌগাছার পাশাপোল গ্রামের আজগর আলী নিহতের ঘটনায় হত্যা মামলা

- Advertisement -

যশোর চৌগাছার পাশাপোল গ্রামের আজগর আলীকে হত্যার অভিযোগে একই পরিবারের সাত জনকে আসামি করে আদালতে একটি মামলা হয়েছে। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো.মামুনুর রহমান অভিযোগটি গ্রহণ করে এ ব্যাপারে থানায় কোন মামলা আছে কি না সে মর্মে আগামি ৯ সেপ্টেম্বরের মধ্যে চৌগাছা থানার ওসিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। বুধবার নিহতের ছেলে আশিকুল বাদী হয়ে এ মামলা করেছেন। আসামিরা হলো পাশাপোল গ্রামের মোজাফফর হোসেনের দুই ছেলে তুষার হোসেন তপন ও স্বপন, স্ত্রী সবুরা বেগম, তপনের স্ত্রী মুক্তা খাতুন, ছেলে রনি, স্বপনের দুই ছেলে রাহাত ও রনি।
মামলার অভিযোগে জানা গেছে, আসমিদের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল আজগর আলীর। জমি দখলে ব্যর্থ হয়ে আসামিরা আজগর আলীকে খুন জখমের ষড়যন্ত্র করে আসছিল। গত ১ ফেব্রুয়ারি রাতে আসামিরা আজগর আলীর বাড়িতে হামলা করে আজগর আলী ও তার স্ত্রী চায়না খাতুনকে বেধড়ক মারপিট করে। ঘটনাস্থলে আজগর আলী মারা যায়।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত