- Advertisement -
যশোর-বেনাপোল সড়কের চাঁচড়া চেকপোস্ট থেকে অজ্ঞাত পুরুষ (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মৃত ব্যক্তিটি ভবঘুরে। সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হতে পারে।
চাঁচড়া ফাঁড়ির ইনচার্জ রকিবুজ্জামান জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে স্থানীয়রা ফাঁড়িতে ফোন করে জানান, চেকপোস্ট এলাকায় রাস্তার পাশে এক ব্যক্তি পড়ে রয়েছে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে ভর্তির কিছু সময় পর তার মৃত্যু হয়। তিনি আরো জানান, প্রথমিক ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে।
রাতদিন সংবাদ
- Advertisement -