Tuesday, September 10, 2024

খুলনা-যশোরের সীমান্তে চলছে জমজমাট জুয়া খেলা

- Advertisement -

খুলনা-যশোরের সীমান্তে চলছে জমজমাট জুয়া খেলা। পুলিশ প্রশাসনের নাকের ডগায় প্রতি রাতে অবৈধ জুয়া খেলা হলেও উৎকোচে তুষ্ট পুলিশ। ফলে নির্বিঘ্নে চলছে এই জুয়ার বোর্ড।এদিকে, এ জুয়া খেলাকে কেন্দ্র করে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। অনেকে সর্বনাশা জুয়ায় অংশ নিয়ে সর্বস্বান্ত হয়ে পড়েছে। কিছু দিন ধরে খুলনা ফুলতলা যুগ্নিপাশা রেললাইন পার হয়ে একটি বাগানের মধ্যে ঘটা করে শুরু হয়েছে। এর কয়েক দিন আগে যশোর শহরের কারবালা এলাকায়, যশোরের অভয়নগর সিদ্ধিপাশা পুলিশ ক্যাম্পের পাশে, এরপর স্থান পরিবর্তন করে পাটকেলঘাটা ও কলারোয়ায় জুয়া বোর্ড বসায় এই চক্রটি। ঘন ঘন স্থান পরিবর্তন করে জুয়াবাজ চক্রটি। ফলে ধরা ছোয়ার বাইরে থেকে যায় জুয়াবাজরা।অভিযোগ পাওয়া গেছে, পুলিশ আর স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মীদের ছত্রচ্ছায়ায় রীতিমতো প্যান্ডেল বানিয়ে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জুয়া খেলা চলছে। আর দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানের জুয়াড়িরা এতে অংশ নিচ্ছে। আর তাতে লাখ লাখ টাকা হাতবদল হচ্ছে। এমনকি জুয়া খেলায় অংশ নেওয়ার জন্য ধনাঢ্য জুয়াড়িদের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও করা হয়েছে স্থানীয় একটি মাদ্রাসা মাঠ।স্থানীয় প্রভাবশালী জুয়া বোর্ডের কামালের পরিচালনায় আর প্রশাসনের অসৎ কর্মকর্তাদের কারণে এলাকাবাসী ভয়ে মুখ খুলতে পারছে না। কামালের সাথে জুয়া বোর্ড পরিচালনায় রয়েছে খুলনার বশির, ফুলতলার মঈন, যশোরের নওয়াপাড়ার আসাদ বিশ্বাস ও হাসান এবং ঝিনাইদহের কালীগঞ্জের নয়ন।বিভিন্ন স্থান থেকে জুয়াড়িরা প্রাইভেট কার, পাজেরো জিপ ও বাসে করে এখানে আসছে। আয়োজকরা জুয়াড়িদের আনার জন্য নিজস্ব পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট জেলার বিভিন্ন এলাকা থেকে জুয়াড়িরা জুয়ায় অংশ নিচ্ছে।

বিশেষ প্রতিনিধি

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত