Saturday, September 14, 2024

খাজুরায় বাস দুর্ঘটনায় ১০ জন আহত

- Advertisement -

যশোরের বাঘারপাড়ায় যশোর-মাগুরা সড়কে ঈগল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে সজোরে ধাক্কা লেগে অন্তত ১০ জন আহত হয়েছে।এর মধ্যে একজন পুলিশ সদস্য রয়েছে, আহত ওই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্য আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছে। শুক্রবার (২৮ আগস্ট) ভোর ৬ টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের বাঘারপাড়া উপজেলার খাজুরা এলাকার কৃষ্ণপুর-সাদিপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছেন, ঈগল
পরিবহনের ঢাকা মেট্রো ব-১৪-৩০২২ নাম্বারের বাসটি শুক্রবার রাতে ঢাকা থেকে ছেড়ে যশোরের উদ্দেশ্যে আসছিল। পথিমধ্যে খাজুরা এলাকার কৃষ্ণপুর-সাদিপুর নামক স্থানে আসলে বাসের ড্রাইভার নিয়ন্ত্রন হারালে বাসটি একটি মেহগুনি গাছের সাথে সজোরে ধাক্কা খেয়ে বাসটির সামনের ও পিছনের অংশ ধুমড়ে মুচড়ে যায়। এতে খুলনা কে এমপিতে কর্মরত রাকিবুল হাসান(২০) নামে একজন পুলিশ সহ অন্তত ১০ জন আহত হয়। ওই পুলিশ সদস্যের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে তাকে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চচিকিৎসা নিয়েছেন। খাজুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জুম্মান খান সাংবাদিকদেরকে জানিয়েছেন, খবর পেয়ে বাসটিতে থাকা যাত্রীদের উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে যেয়ে বাসের ড্রাইভার ও হেলপারকে পাওয়া যায়নি।বাসটি বর্তমান পুলিশ হেফাজতে রয়েছে।

বাঘারপাড়া প্রতিনিধি

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত