কেশবপুর প্রতিনিধিঃ যশোরের কেশবপুরে সদ্য ঘোষিত ৩৮ তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত কেশবপুরের ১২ মেধাবী শিক্ষার্থীকে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। ৫জুলাই প্রেসক্লাবের কনফারেন্স রুমে অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খানের সভাপতিত্বে বিসিএস ক্যাডারদের পক্ষে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (কর) সুপারিশপ্রাপ্ত মনজুরুল আলম রাসেল। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসাইনের পরিচালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিসি এস (প্রশাসন) ক্যাডার শারমিন আক্তার রিমা, স্বাস্থ্য ক্যাডারের ডাক্তার রুকাইয়া ইসলাম পলি, কৃষি ক্যাডারের আসাদুজ্জামান, শিক্ষা ক্যাডারের রবিউল ইসলাম,আবুল কালাম, রোকনুজ্জামান ও বুলবুল আহমেদ। প্রেসক্লাব সদসদের মধ্যে উপস্থিত ছিলেন, নুরুল ইসলাম খান, শাহিনুর রহমান, আব্দুল মোমিন, আব্দুল্লাহ আল ফুয়াদ প্রমুখ। বিসিএসে সুপারিশপ্রাপ্তরা কেশবপুর প্রেসক্লাবে আসার পরে সভাপতি আশরাফ উজ জামান খান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, তাদের ফুল ও মাক্স দিয়ে তাদের বরণ করে নেন।