কেশবপুর উপজেলার পাজিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হালিমের বিরুদ্ধে এন্তার অভিযোগ এনে সংবাদ সম্মেলণ করেছেন কেশবপুরের ব্রাক্ষ্মনডাঙ্গা গ্রামের স্কুল শিক্ষক গোলাম সরোয়ার হোসেন। ২৫ সেপ্টেম্বর দুপুরে কেশবপুর প্রেসক্লাবের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলণে তিনি ও তার পরিবারকে আব্দুল হালিম সহ তার সন্ত্রাসী বাহিনীর হাত থেকে রক্ষার্থে দ্রুত প্রশাসনের উর্দ্বোতন মহলের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলণে তিনি বলেন, আব্দুল হালিম সানা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। ইতিমধ্যে সানা একাধিকবার তারকাছথেকে চাঁদা আদায় করেও ক্ষান্ত না হয়ে ফের পাঁচ লাখ টাকা চাঁদা দাবী করে আসছিলেন তিনি। না দিলে নানা ধরণের হুমকি ধামকিও অব্যহত রেখেছিলেন। এক পর্যায় গত ২ মার্চ হালিম সরোয়ারের বাড়ি থেকে জোর করে ৫০ হাজার টাকা চাঁদা হিসেবে নিয়ে যায়। বাকি টাকা না দিলে হত্যা সহ নানা ধরণের হুমকি দেয় সে। তিনি আরো বলেন, ২০১৫ সালে অস্ত্র দেখিয়ে শিক্ষক সরোয়ারের নিকট থেকে একটি মটরসাইকেল ছিনতাই করে নেয় হালিম। এছাড়া ২০০১ সালে হালিমের নেতৃত্বে একদল সন্ত্রাসী শিক্ষকের বাড়িতে ঢুকে দু্ই লাখ টাকা চাঁদা দাবি করে ছিল। এ ঘটনায় থানায় একটি ডায়েরি করা হয়েছিল।এছাড়া মেম্বার হালিম সানা রাস্তায় বা বিভিন্ন স্থানে শিক্ষকের স্ত্রী ও কলেজ পড়ুয়া মেয়েকে দেখলে বিভিন্ন ধরনের অশালীন কথা বলে ও হুমকি দিয়ে থাকে। মেম্বরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সরোয়ার সর্বশেষ আদালতের আশ্রয় নেন। গত ২৩ সেপ্টেম্বর আদালতে মামলা করেন তিনি।আদালত তার অভিযোগ আমলে নিয়ে পুলিশ ব্যুরো ইনভেষ্টিগেশন (পি,বি, আই) যশোর কে তদন্তের দায়িত্ব দেন। কিন্তু শেষ পর্যায় আদালতে মামলা করায় তার জীবনের কাল হয়ে দাড়ায়। ২৫ সেপ্টেম্বর সকালে হালিম সানা তাকে একা পেয়ে লাঞ্চিত করে। একই সাথে মামলা তুলে না নিলে তাকে সহ পরিবারকে নিয়ে নানা ধরণের ভয়ভীতি দেখিয়ে হুমকি দেয়। পরে শিক্ষক সরোয়ার তার স্ত্রী তহমিনা বেগম, কলেজ পড়ুয়া কন্যা রাবেয়া সুলতানা ও ছেলে ফয়সাল শাহিনকে নিয়ে প্রাণ বাচাতে প্রেসক্লাবে অবস্থান নিয়ে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে আরো উল্লেখ করা হয়, এরআগে মেম্বর আব্দুল হালিম পাঁজিয়া ব্রাক অফিসে ডাকাতি মামলায় পুলিশের হাতে আটক হয়েছিল। এবিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে মেম্বার আব্দুল হালিম সানা জানান, তার বিরুদ্ধে এসব অভিযোগ মিথ্যা। যার একটিরও প্রমান করার ক্ষমতা ওদের নেই।
কেশবপুর প্রতিনিধি