Monday, September 16, 2024

কেশবপুরে ‍মৃত্যুর ৫দিন পর আসলো পজেটিভ রেজাল্ট

কেশবপুরে মৃত্যুর ৫ দিন পর  জানা গেল  প্রয়াত এক প্রধান শিক্ষক করোনা  পজেটিভ ছিলেন। কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন জানান, উপজেলার  কালিয়ারই এস. বি. এল মাধ্যমিক বিদ্যালয়ের  অবসর প্রাপ্ত  প্রধান শিক্ষক  প্রয়াত নুরুল ইসলাম  করোনা ‘পজিটিভ’ ছিলেন। তিনি ৫ জুলাই করোনার উপসর্গ নিয়ে কেশবপুর হাসপাতালের করোনা ইউনিটে  ভর্তি হলে  তাঁর নমুনা সংগ্রহ করে যশোর  ল্যাবে পাঠানো হয়। কিন্তু  পরদিন ৬ জুলাই তার অবস্থার অবনতি হলে তাকে  যশোরে স্থানান্তর  করা  হলে  ঐ  দিনেই  তিনি  মারা যান। ১০ জুলাই প্রকাশিত রিপোর্টে তার শরীরে করোনা  ধরা পড়ে।
এদিকে শনিবার  উপজেলায় আরও ১ ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।১১ জুলাই কেশবপুর হাসপাতালে সাবেক স্বাস্থ্য কর্মী আব্দুল জব্বার  করোনায় আক্রান্ত হন। কেশবপুর শহরের পশুহাটের পাশেই তার বাসা। আক্রান্ত ব্যক্তির বাড়ী লক ডাউন করা হয়েছে বলে জানান কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন।
জাকির হোসেন,কেশবপুর প্রতিনিধি
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত