কেশবপুর প্রতিনিধিঃ খেলাঘর আসরের সমাজ কল্যাণ বিভাগের সভাপতি ও পাজিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিনের অকাল মৃত্যুতে স্মরণ সভা ও বৃক্ষরোপণ কর্মসুচি পালন করেছে কেশবপুর খেলাঘর আসর। সংগঠণের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় খেলাঘর আসরের উপদেষ্টা হাজী আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম। বিশেষ অতিথির ছিলেন মুক্তিযোদ্ধা মণিমোহন ধর ও কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী। শুভেচ্ছা বক্তব্য রাখেন খেলাঘর আসরের আহবায়ক আব্দুল মজিদ। আরো বক্তব্য রাখেন কেশবপুর সম্মিলিত সাংষ্কৃতিক জোটের সাধারণ সম্পাদক প্রভাষক মশিউর রহমান, সাবেক উপাধ্যক্ষ আব্দুস সাত্তার, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে, সিপিবি নেতা মফিজুর রহমান, আওয়ামীলীগ নেতা আব্দুল করিম গাজী, সৈয়দ আকমল আলী, প্রয়াত নিজাম উদ্দিনের পুত্র রবিউল ইসলাম, মাষ্টার নাজমুল হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের খেলাঘর আসরের প্রতিনিধিবৃন্দ। স্মরণসভা শেষে প্রভাষক হারিন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে দু শতাধিক ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়। পাশাপাশি রাস্তাঘাট, পানি নিষ্কাশন, ড্রেন ও ধর্মীয় উপসানলয় উন্নয়ন করা হবে।
- Advertisement -