বৈশ্বিক মহামারি করোনাভাইরাস এর কারণে অসহায় মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে যশোরের কেশবপুরের বালিয়াডাঙ্গা কালভেরী ব্যাপ্টিষ্ট চার্চের চেয়ারম্যান ষ্টিফেন বিশ্বাসের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
৩১আগস্ট সকালে বালিয়াডাঙ্গা কালভেরী ব্যাপ্টিষ্ট চার্চের খাদ্য সামগ্রী বিতরণ করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ষ্টিফেন বিশ্বাস,সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংগঠনিক স¤পাদক উৎপল দে, বালিয়াডাঙ্গা কালভেরী ব্যাপ্টিষ্ট চার্চের প্রজেক্ট ম্যানেজার প্রদীপ সিংহ,সাংবাদিক মেহেদী হাসান জাহিদ, সোহেল পারভেজ, সমাজকর্মী মনিরুজ্জামান প্রমূখ।
প্রতি প্যাকেটে দশ কেজি চাল, ডাল, তেল, সাবান ও মাস্ক বিতরণ করা হয়। কালভেরী ব্যাপ্টিষ্ট চার্চের চেয়ারম্যান ষ্টিফেন বিশ্বাস বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আজ ২৫ জনকে সহায়তা প্রদান করা হলো। আগামীতে এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে।
কেশবপুর প্রতিনিধি