খুলনার দৌলতপুরের সৌরভ জামিল সোহাগের (৪৭) লাশ সোমবার সন্ধ্যা ছয়টায় কুয়াকাটার আবাসিক হোটেল সাউথবাংলা থেকে পুলিশ উদ্ধার করেছে। হোটেলটির ১১২ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। মহিপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করেছে। তবে একই কক্ষে নিহতের সঙ্গে থাকা খুলনার টুকু (৪৯) নিখোঁজ রয়েছে। পুলিশের ধারনা বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে সোহাগকে।হোটেল সুত্রে জানা গেছে, রবিবার সকালে এরা দুই জনে হোটেলটির ১১২ নম্বর কক্ষে অবস্থান নেয়। কক্ষটি সোমবার বেলা ১১ টা থেকে বাইরে থেকে বন্ধ করা ছিল। হোটেল বয় শেষ বিকেলে পরিষ্কার করতে গিয়ে সৌরভ জামিল সোহাগকে বিছানায় নিথর পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, তারা নিশ্চিত হয়েছেন এটি হত্যাকান্ড। তবে কক্ষের অন্য ব্যক্তি টুকুকে খুজছে পুলিশ। টুকু বেলা ১১টার পরে হোটেল থেকে বের হয়ে গেছে বলেও জানা গেছে। এরা দু’জনে হোটেল রেজিস্টারে সংক্ষেপে তাদের নাম সোহাগ ও টুকু এবং বাবার নাম লিখেছেন এবং ১৩৬, স্যার ইকবাল সড়ক, খুলনা ঠিকানা লেখা রয়েছে। তবে পুলিশের সুত্রে নিশ্চিত হওয়া গেছে সৌরভ জামিল সোহাগের ঠিকানা দৌলতপুর, আঞ্জুমান রোড, খুলনা। রাত আট টায় এরিপোর্ট লেখা পর্যন্ত লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করছে পুলিশ।
অনলাইন ডেস্ক