Monday, September 16, 2024

কালনা নদীতে নিখোঁজ পুলিশ সদস্যের লাশ উদ্ধার

- Advertisement -

নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা ঘাটের নৌকা থেকে পড়ে যাওয়া আবু মুসা নামে এক পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে।তবে তার ৬ মাস বয়সি শিশু পুত্র আনাসের লাশের সন্ধান এখনও পাওয়া যায়নি।আজ রোববার (৩০ আগস্ট) সকাল ৯ টায় কালনা ঘাটের ১ কি:দক্ষিনে করফা এলাকায় লাশটি ভেসে উঠলে এলাকাবাসী খবরে ঘটনাস্থল থেকে মরাদেহটি উদ্ধার করে কাশিয়ানী থানা পুলিশ। উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় লোহাগড়া উপজেলার চাচই গ্রামের মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের ছেলে পুলিশ সদস্য আবু মুশা মোল্যা ছুটিতে এসে শিশু সন্তান আনাসসহ পরিবারের ৬ সদস্য মধুমতি নদীতে ঘুরতে বের হন। সন্ধ্যায় ঘাটে ভেড়ার কিছুক্ষন আগে ট্রলারে ত্রুটি দেখা দিলে তা স্রোতে নির্মানধীন কালনা সেতুর পিলারের সাথে ধাক্কা লাগে। এতে শিশু সন্তান কোলে নিয়ে দাড়ানো অবস্থায় ওই পুলিশ সদস্য নদীতে পড়ে যান।পরিবারের বাকি ৪ সদস্য নিরাপদে পাড়ে নামেন। রাতে উদ্ধার তৎপরতা চালানো হলেও তাদের পাওয়া যায়নি। শনিবার সকাল থেকে খুলনা থেকে নৌবাহিনীর ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালালেও কোন লাশের সন্ধান পাওয়া যায় নি। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সৈয়দ আশিকুর রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, আজ (রোববার) সকালে পুলিশ সদস্য আবু মুসার লাশ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে সংবাদ দিলে কাশিয়ানি থানা পুলিশ লাশ উদ্ধার করে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হবে বলেও জানান তিনি।

নড়াইল প্রতিনিধি

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত