যশোরের ব্যবসায়ী নেতা মীর মোশাররফ হোসেন বাবু করোনা জয় করে সুস্থ হয়ে উঠেছেন। ঢাকার একটি হাসপাতালে ৩য় দফায় তার শরীর থেকে নেয়া নমুনার রেজাল্ট নেগেটিভ এসেছে। বিষয়টি রোববার বিকেলে তিনি রাতদিন নিউজকে নিশ্চিত করেছেন। তিনি আরো জানিয়েছেন, এখন তিনি সুস্থ্য ও স্বাভাবিক আছেন। উল্লেখ্য, গত ২০ জুন তার শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। যশোর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মীর মোশাররফ হোসেন বাবুকে ওই দিনই তিনি যশোরের করোনা ডেডিকেটেড হাসপাতাল জিডিএল-এ ভর্তি করা হয়। কিন্তু একদিন সেখানে থেকে তিনি ফিরে যান নিজ বাড়িতে। এরপর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ২৩ জুন তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন। স্কয়ারে চিকিৎসা শুরুর পর ধীরে ধীরে উন্নতি হতে থাকে তার। এরপর দুই দফা তার শরীর থেকে নমুনা নিয়ে পরীক্ষা করা হয়। দুইবারই ফল নেগেটিভ আসে। এরপর ডাক্তাররা তাকে ঝুঁকিমুক্ত ঘোষণা করলে তিনি হাসপাতাল ছেড়ে ঢাকার নিজ বাড়িতে অবস্তান নেন। পরে আরেকবার পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় তাকে করোনামুক্তর সনদ দেয়া হয়।
রাতদিন সংবাদ