Monday, September 16, 2024

করোনায় নয়, আটমাস ধরে নানা রোগে ভুগে মুরগী ব্যবসায়ী বাবুর মৃত্যু

- Advertisement -

যশোরের মুরগী ব্যবসায়ী নুর ইসলাম বাবু(৩৮)করোনায় নয় তিনি টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তিনি আট মাস ধরে টাইফয়েড়, জন্ডিসে ভুগছিলেন। এছাড়া দির্ঘদিন ধরে তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন। রোববার দুপুরে তিনি অসুস্থ্য হয়ে পরে। এরপর তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করেন। বিষয়টি নিশ্চিত করেন নিহত বাবুর দোলাভাই ইসমাইল হোসেন টেনিয়া। তিনি  বলেন, মৃতুর পর তার রক্ত পরিক্ষা করা হয়। তাতেও  টাইফয়েড ধরা পরে। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন,  একটি মহল অযথা  বিষয়টি নিয়ে অপ্রপচার চালাচ্ছে। নুর ইসলাম বাবু শহরের পূর্ববাবান্দীপাড়া এলাকার লাল মিয়ার ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, একছেলে সহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। রোববার এশা বাদ বারান্দীপাড়া শতদল স্কুলে জানাজা শেষে পূর্ববারান্দীপাড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন হয় বলে জানান নিহতের স্বজন টেনিয়া। এ বিষয়ে যশোর সিভিল সার্জন অফিসের মুখ্যপাত্র রেহনেওয়াজ রনি জানান, রোববার যশোরে একজনের মৃত্যু হয়েছে। তিনি যশোর বড় বাজারের ব্যবসায়ী তাপস।এদিন নুর ইসলামে নামে কেউ মারা গেছে বলে তার জানা নেই।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত