করোনায় ভয়াল থাবায় স্থবির পুরো দেশ। ইতিমধ্যে এ ক্ষুদ্র ভাইরাসে আক্রান্ত দেড় লাখের বেশি মানুষ। করোনার ভয়াল গ্রাসে আচ্ছন্ন যশোরও। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাতশ’। করোনায় আক্রান্তের সাথে বাড়ছে লাশের মিছিল। মহামারী থেকে রক্ষা পেতে থেমে নেই মানুষের সব রকমের চেষ্টা। কিন্তু সুসময় যেন এখনো অনেক দেরি। তবে এই দুঃসময়ে সাধারণ মানুষকে রক্ষা করতে এগিয়ে এসেছে হোমিওপ্যাথিক ডক্টরস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এইচ ড্যাব) নামে একটি সংগঠন। আগামী সোমবার বেলা ১১টায় দড়াটানা ভৈরব চত্ত্বরে এক হাজার মানুষের মধ্যে বিনামূল্যে বিতরণ করবে করোনায় সাড়া জাগানো ওষুধ আর্সেনিক এল্বাম ৩০। সংগঠনটির কেন্দ্রীয় সহসভাপতি ডাক্তার রফিকুল ইসলাম রতন বিষয়টি নিশ্চিত করেছেন।
হোমিও বিশেষজ্ঞদের মতে, করোনার লক্ষণের সাথে মিল থাকায় কার্যকরী একটি ওষুধ আর্সেনিক এল্বাম ৩০। ইতিমধ্যে এর সফলতা এসেছে বলে দাবি করেন তারা। তাদের মতে, যারা এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হননি মূলত তাদের জন্যেই এ ওষুধ। ইতিমধ্যে ভারতের গুজরাটে ৭৬ লাখ মানুষকে সেবন করানো হয়েছে এ ওষুধ। এদের মধ্যে ২ হাজার ৬২৫ জন করোনা ঝুঁকির কাজে জড়িত ও কোয়ারেন্টাইন সেন্টারে থাকতেন। যার মধ্যে মাত্র ১১ জন কোভিড পজিটিভ সনাক্ত হয়েছিল এবং বাকিদের হয়নি। এই ১১ জনের মধ্যে সামান্য মৃদু লক্ষণ দেখা দিয়েছিল ও পরে সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ আক্রান্তের হার ও ঝুঁকি অনেক কম। ভৌগলিক ও পারিপার্শ্বিক দিক বিবেচনায় বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড থেকেও এটি সেবনের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। বাংলাদেশে পুলিশ বাহিনীর সকল সদস্যদের এটি সেবনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রস্তাবিত বঙ্গবন্ধু হোমিওপ্যাথি ইউনিভার্সিটি দেশের বিভিন্ন স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন করে এটিকে সর্বসাধারণের মাঝে বিতরণ করেছেন। এছাড়া বিভিন্ন পর্যায়ে প্রাতিষ্ঠানিক ও ব্যাক্তিগত উদ্যোগে এটি সেবন করছেন। বাংলাদেশের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসায় হোমিও চিকিৎসা সেবা প্রদানে আশানুরূপ ফল পাওয়া গেছে বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এই ওষুধ আপাতত তিনদিন খালি পেটে খাওয়ার কথা পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। যদি সংক্রমণ ঘটে, তার এক মাস পর ফের এই ওষুধ খাওয়ার জন্য বলা হয়েছে। অনেকের মতে, ইনফ্লুয়েঞ্জা বা এই ধরণের রোগ প্রতিরোধে এই ওষুধ গ্রহণ করা যেতে পারে। তাই করোনা থেকে রক্ষা পেতে যথাসময়ে উপস্থিত হয়ে ওষুধটি বিনামূল্যে নেয়ার আহ্বান জানিয়েছেন হোমিওপ্যাথিক ডক্টরস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহসভাপতি ডাক্তার রফিকুল ইসলাম রতন।
রাতদিন সংবাদ
করোনার দুঃসময়ে হোমিও ঔষুধ নিয়ে যশোরের মানুষের পাশে দাঁড়াবে এইচ ড্যাব
- Advertisement -
- Advertisement -