Wednesday, September 18, 2024

ঐশ্বরিয়া ও তার মেয়ে করোনায় আক্রান্ত

- Advertisement -

জনপ্রিয় বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার মেয়ে আরাধ্য করোনায় আক্রান্ত। ইন্ডিয়া ডটকম এই তথ্য জানিয়েছে। রোববার (১২ জুলাই) তাদের স্যোয়াব টেস্টের রিপোর্ট পাওয়া যায়। এতে ঐশ্বরিয়া ও আরাধ্য কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছেন। তবে জয়া বচ্চন, শ্বেতা বচ্চন ও তার দুই সন্তান অগাস্টা নন্দা ও নব্য নাভেলি নন্দার কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে এ বিষয়ে মাইক্রোব্লগিং সাইট টুইটারে লিখেছেন, ‘শ্রীমতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার মেয়ে আরাধ্য অভিষেক বচ্চন কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। শ্রীমতি জয়া বচ্চনজির ফল নেগেটিভ। আমি বচ্চন পরিবারের সদস্যদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ এর আগে শনিবার (১১ জুলাই) অভিনেতা অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান। তাদের মুম্বাইয়ের নানাবতি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর জয়া বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন ও এই অভিনেত্রীর মেয়ে আরাধ্যের কোভিড-১৯ রোগের র‌্যাপিড এন্টিজেন টেস্ট করা হয়। সেটির ফল নেগেটিভ এসেছিল।

অনলাইন ডেস্ক

 

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত