এলটিভি বাংলা’র দক্ষিণাঞ্চলীয় প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন মহিদুল ইসলাম মন্টু। মহিদুল ইসলাম মন্টু স্থানীয় ও জাতীয় পর্যায়ে সংবাদপত্রে যশোরের দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ টেলিভিশনে ১২ বছর যশোর প্রতিনিধি ছিলেন। তিনি এক সময় বিটিভি’র খুলনার দায়িত্ব পালন করেছেন। মহিদুল ইসলাম মন্টু বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজের) সহকারী মহাসচিব। তিনি অবিভক্ত যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক ও ছয় বার নির্বাচিত সভাপতি ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তি
- Advertisement -