- Advertisement -
এইচএসসি পরীক্ষা কবে থেকে নেয়া হবে সেই বিষয়ে বিস্তারিত জানা যাবে আগামী সোম-মঙ্গলবারের মধ্যে। এইচএসসি পরীক্ষা শুরু করার আগে শিক্ষার্থীদের চার সপ্তাহ সময় দেয়া হবে।বুধবার (৩০ সেপ্টেম্বর) ভার্চুয়াল মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী দীপু মনি গণমাধ্যমকে বলেন, আমি আশা করছি আগামী সপ্তাহে সুনির্দষ্টভাবে পরিপূর্ণ পরিকল্পনা (এইচএসসি) তারিখসহ ঘোষণা করতে পারব। আগামী সোম-মঙ্গলবারের মধ্যে এই পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।উল্লেখ্য, করোনাভাইরাস পরিস্থিতিতে সবচেয়ে বিপাকে রয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে। ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা গ্রহণ করা গেলেও ১ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা নেয়ার কথা ছিলো। যা করোনাভাইরাসের কারনে স্থগিত করা হয়। ফলে গত ছয় মাসেও এই পরীক্ষা গ্রহণ সম্ভব হয়নি।
অনলাইন ডেস্ক
- Advertisement -