Tuesday, September 10, 2024

উপশহর ইউনিয়নের সাবেক মেম্বর রত্ন’র বিরুদ্ধে প্রতারণা মামলা

- Advertisement -

যশোরে প্রতারণার অভিযোগে উপশহর ইউনিয়নের সাবেক মেম্বর শওকত হোসেন রত্ন’র বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। যশোর সদরের হাশিমপুর গ্রামের মৃত রহমত আলী বিশ্বাসের ছেলে আবু বক্কর বিশ্বাস এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দীন হোসাইন অভিযোগটি গ্রহণ করে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। শওকত হোসেন রত্ন উপশহর সি ব্লক এলাকার মৃত মোফাজ্জেল হোসেনের ছেলে।মামলার অভিযোগে জানা গেছে, রত্নর খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় স্বপ্ন নামে একটি ভবন আছে। ভবনের দ্বিতীয় তলায় হোটেল ব্যবসা করার জন্য আবু বক্কার ২০১৩ সালের ১৪ ফেব্রয়ারি তার সাথে চুক্তিপত্র করেন। এসময় আবু বক্কার হোটেল ব্যবসা পরিচালনার জন্য চার লাখ টাকার ফার্নিচার ক্রয় করেন এবং রত্নকে আড়াই লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করেন। ২০২১ সালের ১ মে পর্যন্ত ওই চুক্তির মেয়াদ থাকা সত্ত্বেও ব্যবসা শুরুর তিন বছরের মাথায় বিল্ডিং মেরামতের কথা বলে ওই হোটেলের সকল মালামাল ভবনের নিচতলায় ফেলে রেখে আবু বক্কারের ব্যবসা বন্ধ করে দেয় রত্ন। এরপর আবু বক্কারকে আর ব্যবসা করতে দেয়নি। এছাড়া আবু বক্কারের জামানতের আড়াই লাখ টাকাও ফেরত দেননি রত্ন। এরপর জামানতের টাকা ফেরত না দিয়ে ঘোরাতে থাকে। গত ১৮ সেপ্টেম্বর সর্বশেষ বিষয়টি নিয়ে রত্ন’র কাছে গেলে সে টাকা ফেরত দেবে না বলে জানিয়ে দেন। টাকা আদায়ে ব্যর্থ হয়ে আবু বক্কার গত ২৯ সেপ্টেম্বর আদালতে এ মামলা করেছেন।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত