Tuesday, September 10, 2024

ইউএনও’র মেয়ে, ডাক্তার, কারারক্ষী সহ যশোরে মঙ্গলবার আক্রান্ত হলেন যারা

- Advertisement -

যশোরে মঙ্গলবার ৩৭ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। তারমধ্যে যশোর সদরের ৩৪ জন।আক্রান্তদের মধ্যে যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামানের মেয়ে রয়েছেন। এর আগে তার স্ত্রী সহ পরিবারের দুই সদস্য আক্রান্ত হন।  রয়েছেন ডাক্তার শাহিদুজ্জামান, অবসর প্রাপ্ত ডাক্তার মোজাম্মেল ও তার স্ত্রী মোকসেদা, কারারক্ষী মুন্না ও সদর উজ্জামান । রয়েছেন যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সিনিয়র সেবিকা নাসরিন সুলতানা (৩৯) ও স্টোনো শাহনাজ পারভীন। এছাড়া আক্রান্তদের মধ্যে অন্যরা হলেন, ৩নং ওয়ার্ডের শাহানারা খাতুন, ৫নং ওয়ার্ডের সার্কিট হাউজ পাড়ার রেহনুমা। ৬ নং ওয়ার্ডের ষষ্টীতলা এলাকার আলমগীর হোসেন, ডালমিল এলাকার জুলফিকার, একই এলাকার মুজিবর রহমান, ও নজিবুর, ৮ নং ওয়ার্ডের বেজপাড়া পুজোমন্ডপ এলাকার সুদীপ্ত ও তনুশ্রী। এছাড়া নওয়াপাড়া ইউনিয়নের বিরামপুরের আসাদুর, কিসমত নওয়াপাড়ার মেহেদী, শেখহাটির রঞ্জু, আফিফা ও আশিকুর। চাঁচড়া ইউনিয়নের পুলেরহার্ট এলাকার রেজাউল, একই এলাকার আকবর হোসেন।উপশহর ইউনিয়নের বি ব্লক এলাকার হাসনা হেনা, নাসরিন। এ ছাড়া এদিন আফিফা মুজিবুর নাসরিন ও কামরুল সহ আরো কয়েকজন আক্রান্ত ব্যক্তিদের মোবাইলে কোনো ভাবেই যোগাযোগ করা সম্ভাব হয়নি বলে স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে। এছাড়া শার্শা উপজেলায় আসাদ(৪৫), মোঃ কামাল হোসেন(৩৮) এবং শাহজাহান আলী(৫৭) মঙ্গলবার আক্রান্ত হয়েছেন।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত